27 March 2024
BY- Aajtak Bangla
সন্তানের জন্মের পর দম্পতির জীবনে সবকিছুই বদলে যায়। অনেক সময় সন্তান জন্মের পর থেকেই দাম্পত্য জীবনে ঝগড়া শুরু হয়।
তাহলে বাচ্চা হওয়ার পর জীবন কীভাবে বদলে যায়? চলুন জেনে নেওয়া যাক দম্পতিদের মধ্যে কী ধরনের সমস্যা হয়।
প্রসবের পরে, একজন মহিলার শরীরে অনেক পরিবর্তন হয়। এ কারণে তাদের কিছুটা সমস্যায় পড়তে হয়। তাকে এখনও সারাদিন শিশুর ওপর নজর রাখতে হয় এবং তার কাজের চাপ বেড়ে যায়।
এক্ষেত্রে স্বামী যদি দায়িত্বজ্ঞানহীন আচরণ করে বা সব কাজে স্ত্রীর ওপর নির্ভর করে, সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কিছু জিনিস পছন্দ করেন না।
স্বামী-স্ত্রী দুজনেই বাচ্চার চাহিদা ও চাওয়া-পাওয়ার দিকেই ব্যস্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে স্বামী-স্ত্রীর ভালবাসা একটু কমে যায়। সমস্ত ভালবাসা শিশুটির উপর বর্ষিত হয়।
নারীদের প্রসবের পর কয়েক সপ্তাহ ব্যথা থাকে। তাই তাঁরা মেলামেশাতে আগ্রহী নাও হতে পারেন।
সন্তান হওয়ার পর সন্তানদের প্রতি বেশি মনোযোগ দেওয়া প্রয়োজনের কারণে মহিলারা স্বামীর প্রতি মনোযোগ কমিয়ে দেন। তাঁরা স্বামীর কিছু চাহিদা পূরণ করতে পারেন না। এ নিয়ে ঝগড়া-বিবাদের আশঙ্কা রয়েছে।
নবদম্পতিরা বাইরে যায়, পার্টি করে এবং মাঝে মাঝে রাতে বাইরে যায়। কিন্তু সন্তান জন্মের পর স্বামী কোনওমতে বাইরে গিয়ে চাকরি করেন। কিন্তু মায়ের জন্য এসব সুযোগ কম।
প্রায় আট মাস শিশুদের বাইরে নিয়ে যাওয়া উচিত নয়, বিশেষ করে রাতে, যা শিশুর স্বাস্থ্যের জন্য ভাল নয়। এভাবে নারীরা কিছুটা হলেও তাঁদের স্বাধীনতা হারান।