BY- Aajtak Bangla

দাম দিয়ে কার্বলিক অ্যাসিড কিনবেন কেন? সাপ তাড়াবে রান্নাঘরের মশলা

2nd March, 2025

সাপের কথা শুনলেই ভয়ে চোখ উল্টে যায়। আর সামনে দেখলে পিলে চমকে যাবে।

ঝোপ-ঝাড় থেকে বেরিয়ে সাপ যে কোনও সময় বাড়িতে চলে আসতে পারে।

বাড়ির অন্ধকার স্যাঁতস্যাঁতে জায়গায় সাপ লুকিয়ে থাকলে তা আপনি বুঝতেও পারবেন না।

সাপ তাড়ানোর জন্য অনেকেই কার্বলিক অ্যাসিড ব্যবহার করেন। কিন্তু তার গন্ধ কেটে গেলে সাপ আসার প্রবণতা বাড়ে।

তবে কিছু গন্ধ এমন রয়েছে যার গন্ধ শুঁকলে সাপ আর বাড়ির দিকে ফিরেও তাকাবেন না।

আসুন জেনে নিই সাপ কোন কোন গন্ধ একেবারেই সহ্য করতে পারে না।

কর্পূরের গন্ধ সাপের কাছে বিষের মতো। এই গন্ধ পেলেই সাপ পালায়।

কর্পূরের গন্ধ সাপ একেবারে সহ্য করতে পারে না। বাড়ির কোণায় কোণায় কর্পূর ছড়িয়ে দিলে সাপ আর আসবে না।

সাপ রসুন এবং পেঁয়াজের গন্ধও সহ্য করতে পারে না। যেখানে যেখানে সাপ আসার সম্ভাবনা বেশি সেখানে সেখানে পেঁয়াজ-রসুন কুচি করে ছড়িয়ে রাখুন।

এই তালিকায় পুদিনা, লবঙ্গ, তুলসী, দারচিনি, ভিনেগার, লেবুও রয়েছে। এইগুলোর গন্ধ সহ্য হয় না সাপের।

সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাসের ধোঁয়া সাপের জন্য ক্ষতিকর।