BY- Aajtak Bangla
15 January 2025
ফোন ছাড়া এখন আমাদের জীবন অচল। সহজে যোগাযোগ রাখার জন্য ফোন বিরাট ভূমিকা পালন করে।
ফোনে কথা বলার সময় কানে রেখে কথা বলি। কেউ ডান কানে ফোন রাখেন। আবার কেউ বাঁ কানে।
বাঁ না ডান, কোন কানে ফোন রেখে কথা বলা উচিত? অনেকেই জানেন না।
বিশেষজ্ঞদের মতে, ফোনে কথা বলার জন্য ডান কান ব্যবহার করলে সরাসরি মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। ।
ডান কানে ফোনে কথা বললে বজমেজাজি, খিটখিটে হতে পারেন। .
তাই মাঝে মধ্যে বাঁ কানে ফোন রেখে কথা বলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। . .
তবে ডান না বাম, ফোনে কথা বলার জন্য কোন কান ব্যবহার নিরাপদ, সে বিষয়ে নির্দিষ্ট করে কোনও প্রমাণ পাননি গবেষকরা। . .
বিশেষজ্ঞদের পরামর্শ, দুই কানে মিলিয়েই ফোনে কথা বলা উচিত। এতে শরীর ভাল থাকবে।