22 August,, 2024
BY- Aajtak Bangla
অনেকেই আংটি পরেন। হাতের সৌন্দর্য বাড়ায় আংটি। তাছাড়া বিবাহেরও প্রতীক।
নারী-পুরুষ সবাই আংটি পরেন। বিয়ে তো বটেই এটা ফ্যাশন স্টেটমেন্টও।
জানেন কোন আঙুলে আংটি পরলে কী মানে
কড়ে আঙুল-কড়ে আঙুলের জন্য রিং আদর্শ। ভারি কাজের সময় কোনও সমস্যা হয় না। কোনও রীতি নেই।
অনামিকা আঙুল- ডান বা বাঁ হাতের অনামিকায় বিয়ে বা বাগদানের আংটি পরা হয়। দীর্ঘদিন ধরে এই রীতি।
বাগদানের আংটি পরা হয় ডান হাতের অনামিকায়। বিয়ের আংটি পরা হয় বাঁ হাতে। এই আঙুলের সঙ্গে নাকি হৃদয়ের সরাসরি যোগ আছে।
মধ্যমা- প্রথমবার আংটি পরলে মধ্যমাকেই বেছে নেন। পুরুষরা পরলে 'ম্যানলি' লাগে। ভারি কাজে অসুবিধা হতে পারে। ছোট আংটি পরাই শ্রেয়।
তর্জনী- বুড়ো আঙুলের পরে আমাদের দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি আঙুল। বেশিরভাগ পুরুষই ফাঁকা রাখতে পছন্দ করেন। তবে একশো বছর আগে পরতেন। এটা ফ্যামিলি রিং।
বুড়ো আঙুল- আংটি পরার জন্য ব্যবহৃত হয় না। অর্থের প্রাচুর্য, পরিবারের বিরাট সম্পত্তি দেখাতে এই আঙুলে আংটি পরেন অনেকে।
বুড়ো আঙুলে আংটি যেন বিরাট আকৃতির না হয়। পাথর দেওয়া মোটা আংটি হলে সমস্যা হয়।