17 August, 2025

BY- Aajtak Bangla

আপনি কি বিয়ের জন্য প্রস্তত? ৫ প্রশ্নেই উত্তরটা পাবেন

একটা বয়সে পৌঁছানোর পর বিয়ে না করা পর্যন্ত এ দেশে প্রায় সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়—‘বিয়ে কবে করছ?’

বিয়ে কবে করছ

এই ধরনের প্রশ্ন শুনতে শুনতে আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছেন।

বিয়ে মানে তো জীবনের এক নতুন অধ্যায়। এই অধ্যায় শুরু হওয়ার জন্য কিন্তু কেবল ‘বয়স’ হলেই চলে না, সবদিক থেকে নিজেকে ‘প্রস্তুত’ করে নিতে হয়।

বিরক্তি বোধ

তাই বিয়ের মতো দায়িত্ব নেওয়ার আগে নিজেকে এই ৫ প্রশ্ন করুন, উত্তর পেলেই বুঝবেন আপনি প্রস্তুত কিনা বিয়ের জন্য। 

৫ প্রশ্ন

আপনার কাছে বিয়ের অর্থ কী? যদি উত্তর হয় যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকার অঙ্গীকার তাহলে আপনি বিয়ের জন্য তৈরি।

তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।

প্রশ্ন ১

স্ত্রী বা স্বামীর সঙ্গে মতের মিল হলে কী করবেন? যদি উত্তর হয় বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় সঙ্গীর সঙ্গে কথা বলবেন তাহলে বিয়ের জন্য তৈরি আছেন।

প্রশ্ন ২

কীভাবে সামলাবেন আর্থিক বিষয়গুলো? যদি মনে করেন স্বামী-স্ত্রী মিলে বিষয়টি সামলে নেবেন তাহলে কিন্তু বিয়ের জন্য একদম প্রস্তুত আপনি।

প্রশ্ন ৩

সাংসারিক কাজের ব্যাপারে আপনি কী ভাবেন? দুজনে মিলেমিশে সব কাজ করবেন এটা যদি মেনে থাকেন তাহলে বিয়েটা করেই নিন।

প্রশ্ন ৪

‘শ্বশুরবাড়ি’ সম্পর্কে আপনি কী ভাবেন? পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে বলে যদি মনে করেন তাহলে আপনি বিয়ে করার জন্য আর দেরি করবেন না। 

প্রশ্ন ৫