13 SEPTEMBER 2024
BY- Aajtak Bangla
সকলেই শুনে এসেছে ষাঁড় বা গরু লাল কাপড় দেখলে তাড়া করে।
তাই লাল কাপড়ে কেউ ষাঁড় বা গরুর মুখে পড়লে ভয় পেয়ে উল্টো দিকে ছুট দেন।
এমন অনেক ক্ষেত্রে দেখআ গেছে লাল রংয়ের জামা পরে গরু তাড়াও করেছে। কিন্তু এই কথাটির আদৌ কি কোনও ভিত্তি আছে? জেনে নিন।
ষাঁড় বা গরু লাল রং দেখলে রেগে যায়! কিন্তু কেন? এর নেপথ্যে বৈজ্ঞানিক কারণ জানলে চমকে যাবেন!
সাধারণত, ষাঁড়ের লড়াই বা ‘বুলফাইটিং’-এ দেখা যায় ষাঁড়ের চোখের সামনে লাল রঙের একটুকরো কাপড় নাড়াচাড়া করিয়ে দৌড় করানো হয়। তা দেখে ষাঁড়ও ছুটতে শুরু করে।
তবে জানলে অবাক হবেন ষাঁড় কালার ব্লাইন্ড। কোনও তৃণভোজী প্রাণীরাই লাল রং দেখতে পায় না। অর্থাৎ ওরা বর্ণান্ধ।
গবাদিপশুদের চোখের রেটিনায় লাল রং গ্রহণ করার মতো ‘রিসেপ্টর’ নেই, তাই তারা মোটেই বোঝে না কোন রঙের কাপড় আপনি পড়ে আছেন।
হ্যাঁ, তবে তারা হলুদ, সবুজ, নীল ও বেগুনি রং দেখতে পায়।
আসল বিষয়টি হল কাপড় নাড়াচাড়া করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে, আর ছুটতে শুরু করে। তাই রাস্তাঘাটে ষাঁড়কে দেখলে যদি আপনি ছুটতে শুরু করেন তবে আপনার দিকেই তেড়ে আসবে। সাবধান!