BY- Aajtak Bangla
12 December 2023
আইস্ক্রিম সবসময়কার পছন্দের একটি খাবার।
শীতকালে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি তো লেগেই থাকে ।
সব অনুষ্ঠানের শেষ পাতে থাকে আইসক্রিম।
অনেকেই দাবি করেন যে শীতকালে আইসক্রিম শরীরকে গরম রাখে, সেটা কতটা সত্যি? জেনে নিন।
শীতে আইসক্রিম খেলে সর্দি, কাশির সমস্যা দেখা দিতে পারে।
আইসক্রিম খেলে সাইনাসের সমস্যা হতে পারে। তা ছাড়াও গলা ব্যথাও হতে পারে।
রাতে কখনই খাবেন না আইসক্রিম।
ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকারক আইসক্রিম। যা খেলে সুগারের মাত্রা বাড়তে পারে।
ওজন কমানোর জন্য আইসক্রিম খাবেন না। এটি বরং আরও ক্ষতি করতে পারে শরীরের।