BY- Aajtak Bangla

আম খেলে কি আমাশা হয়? যা জানা জরুরি

9 June  2024

আম অনেকেরই প্রিয় ফল। রসালো এই ফল খেতে তাই অনেকেই ভালবাসেন।

গরম মানেই আমের মরশুম। আমকে ফলের রাজাও বলা হয়।

অনেকেই ভাবেন, আম খেলে আমাশয় বা আমাশা হতে পারে।

 জীবাণু থেকে হওয়া পেটের রোগ হল আমাশয়। মূলত অ্যান্টামিওবা হিস্টোলাইটিকা জীবাণু থেকে সংক্রমণ ছড়ায়।

আমাশয় হলে পেটে অস্বস্তিভাব থাকে। এজন্য চিকিৎসার প্রয়োজন হয়। . .

কিন্তু আম খেলে কি আমাশয় হয়?   . .

বিশেষজ্ঞদের মতে, পাকা আমে রয়েছে প্রচুর ক্যারোটিন, খনিজ পদার্থ। যা শরীরের জন্য খুবই উপকারী।

অনেক সময় আম খেলে হজমের সমস্যা হয়। তবে সেটা আমাশার কারণে হয় না।

তাই চিকিৎসকদের মতে, আমাশয়ের ভয়ে আম না খাওয়ার কোনও কারণ নেই।