BY- Aajtak Bangla

সাপেরও চুল গজায় নাকি, জানলে চমকে যাবেন

21 August  2024

সাপ মানেই আতঙ্ক। সাপকে ভয় পান প্রায় সকলেই।

হিন্দু ধর্মে আবার সাপের আলাদা মহিমা রয়েছে।

আবার সাপকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। তাই সাপকে নিয়ে চর্চা করতে অনেকেই পছন্দ করেন।

মানুষের মতো সাপের শরীরেও কি লোম হয়? এই প্রশ্ন ঘুরপাক খায় অনেকের মধ্যে।

 অনেক সময় সাপের মাথায় সাদা চুলের মতো অংশ দেখা যায়। যা দেখে অনেকেই ভাবেন যে সাপেরও হয়তো মাথায় চুল গজায়।

সত্যিই কি সাপের মাথায় চুল গজায়? কী বলছে বিজ্ঞান?

অনেকেরই ধারণা সাপ বৃদ্ধ হলে তাদের মাথায় নাকি চুল গজায়। তবে বিজ্ঞানীদের মতে, এটি গুজব এবং ভুল।

সাপ সরীসৃপ। সরীসৃপের শরীরে কখনও চুল গজায় না। তাই তাদের দেহে লোম থাকে না।

সাপ খোলস ছাড়ে। অনেক সময় তা সাপের মাথায় দেখা যায়। খোলসকেই চুল ভেবে ভুল করেন অনেকে।