BY- Aajtak Bangla

কুকুর কাঁদলে সত্যিই কি অশুভ ইঙ্গিত? সত্যিটা জানা জরুরি

11 APRIL, 2025

আমাদের চারপাশে কুকুর থাকেই। পোষ্য হিসাবেও কুকুর অনেকের বড় পছন্দের।

কুকুর

অনেক সময়ই দেখা যায়, কুকুর কাঁদছে। কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয়।

কুকুরের কান্না

প্রচলিত বিশ্বাস রয়েছে যে, কুকুর কাঁদলে নাকি কারও মৃত্যুর ইঙ্গিত দেয়। সত্যিই কি তাই?

মৃত্যুর ইঙ্গিত

জানেন কি, কুকুরের কান্না বলতে যেটা বুঝি আমরা, আসলে সেটা কুকুরের কান্নাই নয়।

সত্যিটা কী

রাতে ওই রকম সুর করে কুকুর ডাকে তার সঙ্গীকে বার্তা পাঠানোর জন্য। যাতে তার সঙ্গী তার কাছে আসে।

সঙ্গী

আবার কোনও চোট বা আঘাত পেলেও কুকুর অমন করে ডাকে। তবে এটা কান্না নয়। আমরাই ভুল বুঝি।

ভুল

আসলে কুকুরও মানুষের মতো একা বোধ করতে পারে, তাই ওই সুরে ডাকে।

একাকিত্ব

ফলে কুকুর কাঁদলে যে কারও মৃত্যুর ইঙ্গিত, তা আসলে একটা প্রচলিত বিশ্বাস মাত্র।

প্রচলিত বিশ্বাস

সোনা কেনার সময় অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে কেনাই ভাল।

কোন সোনা ভাল