BY- Aajtak Bangla

কুকুর কাঁদলে এসব হয়, জেনে নিন

15 MARCH, 2025

পোষ্য হিসাবে কুকুর অনেকের বড় পছন্দের।

কুকুর অনেকের বাড়িতেই থাকে  

অনেক সময়ই দেখা যায়, কুকুর কাঁদছে। কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয়।

কুকুরের কান্না কি অশুভ?

প্রচলিত বিশ্বাস রয়েছে যে, কুকুর কাঁদলে নাকি কারও মৃত্যুর ইঙ্গিত দেয়। সত্যিই কি তাই?  

কুকুরের কান্না কীসের ইঙ্গিত?

জানেন কি, কুকুরের কান্না বলতে যেটা বুঝি আমরা, আসলে সেটা কুকুরের কান্নাই নয়।

কুকুরের কান্না অনেকেই চেনেন না

রাতে ওই রকম সুর করে কুকুর ডাকে তার সঙ্গীকে বার্তা পাঠানোর জন্য। যাতে তার সঙ্গী তার কাছে আসে। . .

মাঝরাতে সুর করে কাঁদে কুকুর

আবার কোনও চোট বা আঘাত পেলেও কুকুর অমন করে ডাকে। তবে এটা কান্না নয়। আমরাই ভুল বুঝি। . .

চোট আঘাত পেলে কুকুর কাঁদে

আসলে কুকুরও মানুষের মতো একা বোধ করতে পারে, তাই ওই সুরে ডাকে।   . .

একা হয়ে গেলেও কাঁদে কুকুর

ফলে কুকুর কাঁদলে যে কারও মৃত্যুর ইঙ্গিত, তা আসলে একটা প্রচলিত বিশ্বাস মাত্র।