BY- Aajtak Bangla
19th January, 2025
হঠাৎ করেই রাস্তায় যেতে যেতে তাড়া করল কুকুর। কী করবেন বলুন তো।
অনেকেই রাস্তার কুকুরকে ভালোবাসে, বিস্কুটও খাওয়ায়। তবে বিপদ তখনই, যখন এই প্রাণীটি আগ্রাসী রূপ ধারণ করে।
হঠাৎ আক্রমণে সেই ভয়ঙ্কর মুহূর্তে অনেকেই বুঝে উঠতে পারেন না কী করবেন? তবে একটু সচেতন হলেই কিন্তু কুকুরের হিংস্র কামড় থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।
শিখে নিন রাস্তায় কুকুরের কামড় থেকে নিরাপদে বাড়ি ফেরার কয়েকটি উপায়।
ভয় পাবেন না। প্রথমেই ভয় পেলে কিন্তু চলবে না। একটা কথা ভুলবেন না, কুকুরের বুদ্ধি আপনার চেয়ে বেশি। তারা সবসময় বুঝতে পারে, কে ভয় পাচ্ছে।
যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা। বরং কুকুর তাড়া করলে সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ান।
উল্টে হুমকি দিন কুকুরটিকে। এতেই অনেক কুকুর লেজ গুটিয়ে পালাবে।
থেমে যান, ধীরে হাঁটুন। হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন।
সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনার থেকে ভয় পেয়ে আরও তেড়ে আসতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।
আপনার কাছে যদি খালি বোতল, ছেঁড়া প্লাস্টিক বা বাতিল কিছু থাকলে তা কুকুরকে দেখিয়ে ছুঁড়ে দিন দূরে। এতে কুকুরের মনোযোগ অন্যদিকে যাবে।