BY- Aajtak Bangla

পথ কুকুরকে কোন কোন খাবার ভুলেও খাওয়াবেন না, জানা উচিত

2 May  2025

রাস্তায় কুকুর দেখলে অনেকেই খাওয়ান। হাতের কাছে যা থাকে, তাই খেতে দেন।

কুকুর

সাধারণত, পথ কুকুরকে দেখতে পেলে বিস্কুট খেতে দেন। তবে জানেন কি, কুকুরকে এসব খাবার ভুলেও খাওয়াবেন না। 

পথকুকুর

বিশেষজ্ঞদের মতে, কুকুরকে চকোলেট দেওয়া বিস্কুট বা ক্রিমে ঠাসা বিস্কুট খাওয়াবেন না।

বিস্কুট

কুকুরকে কখনও মিষ্টি লজেন্স, মিষ্টি দেওয়া খাবার কখনওই খাওয়াবেন না। এতে কুকুরের লিভারের জটিল রোগ হতে পারে।

মিষ্টি লজেন্স

অধিকাংশ কুকুরই ল্যাকটোজ ইনটলারেন্ট হয়। তাই দুধ, ছানা, পনির এসব খাওয়াবেন না।

ছানা-পনির

কুকুরকে আলু সেদ্ধ দেবেন না। এতে বমি ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।

আলু সেদ্ধ

বেশি পেঁয়াজ বা রসুন দেওয়া খাবার দেবেন না কুকুরকে। এতে কুকুরের রক্তাল্পতা হতে পারে।

রক্তাল্পতা

কুকুরকে বেশি মিষ্টি জাতীয় খাবার দিলে রক্ত জমাট বেঁধে মৃত্যু হতে পারে।

রক্ত জমাট