BY- Aajtak Bangla
13 MARCH, 2025
কুকুর কোন রং দেখলে রাগ করে, এটা কিন্তু অনেকেই জানেন না।
রাস্তায় বেরোনোর পর আচমকা দেখলেন কুকুর আপনাকে তাড়া করেছে। কিন্তু আপনি ভাবছেন আপনি তো কিছুই করেননি।
আপনি কিছু করেননি। আপনার জামা এর জন্য দায়ি। কুকুর প্রভুভক্ত হলেও আপনার প্রিয় পশুদের মধ্যেও কুকুর অন্যতম।
তবে তারও কিন্তু রাগ হয়। মনে রাখবেন কুকুর কালো রং দেখলে রেগে যায়।
তবে সবসময় যে কালো পোশাক পরলে কুকুর আপনার পিছনে দৌড়বে এমনটাও কিন্তু নয়। গত কয়েক বছরে গোটা দেশেই কুকুরের কামড়ে মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে৷
এমন কি, কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে৷ তাই কিছু বিষয়ে সাবধান থাকতে হয়। .
কুকুর কামড়ানোর পর প্রথমেই যে জায়গাটিতে কামড়েছে সেই অংশটি ভাল করে পরিষ্কার করে ধুয়ে ফেলতে৷
এক্ষেত্রে অ্যান্টি সেপটিক সাবান এবং লিক্যুইড ব্যবহার করা উচিত৷