31 July, 2024

BY- Aajtak Bangla

ফাঁকা রাস্তায় সাইকেলের পিছনে আর তাড়া করবে না কুকুর, শিখে নিন নিনজা টেকনিক

বাইক বা সাইকেল চালাতে গিয়ে কুকুর তাড়া খাননি এমন মানুষ কমই আছেন। 

ছোট থেকে বড় প্রায় সকলেই এই সমস্যায় পড়েন। ছোট বাচ্চাদের সাইকেলের পিছনে কুকুর পড়লে তাদের কামড়েও দেয়।

রাস্তার গলিতে বা পাড়ার মোড়ে কুকুরের ধাওয়া খেয়ে ফেলেছেন অনেকেই। অনেকসময় দ্রুতবেগে ছোটা সাইকেল বা বাইকের পিছনে কুকুর ছোটে তা নয়। কামড়েও দেয়।

কুকুরের কামড় খেলে জলাতঙ্কের মতো মারণ রোগ পর্যন্ত হতে পারে।

এই ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে কী করতে হয় জানা থাকলে কামড় বা ধাওয়ার মতো ভয় এড়াতে পারবেন। নির্জন রাস্তায় কুকুর বাইকের পিছনে ধাওয়া করলে বাঁচাতে এগিয়ে আসার কেউ থাকবে না। 

কুকুর বাইক-সাইকেলের পিছনে ধাওয়া করলে বেশিরভাগ মানুষ স্পিড আরও বাড়িয়ে পালাতে চান, এটি এক্কেবারে ভুল।

মনে রাখবেন কুকুর বিশ্রাম করলে বা ঘুমিয়ে থাকলে তার পাশ দিয়ে বাইক তেড়ে গেলে তারা ভয় পায়। ফলে একটা কুকুরও যদি ভয় পায় বাকিরাও চিল চিৎকার শুরু করে। ধাওয়া করে কামড়েও দেয়।

অনেক কুকুর আবার বাইকের উচ্চ গতির কারণে বা কোনও অভ্যেসগত কারণে বাইকের পিছনে দৌড়তে শুরু করে।

পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটে তারা। তাই যখনই রাস্তায় কুকুর দেখবেন তখনই বাইক বা সাইকেলের গতি কমিয়ে দিন।

অনেকসময় বাইক বা সাইকেল, গাড়িরর টায়ারে অন্য কুকুর প্রস্রাব করলে তারা সেই গন্ধ পেলে ছুটতে থাকে। এই পরিস্থিতিতেও ধীরে চলার পন্থা অবলম্বন করুন।