28 May, 2025

BY- Aajtak Bangla

এই রং মোটেও পছন্দ করে না কুকুর, দেখলেই তাড়া করবে

রাস্তায় কুকুর-বিড়াল দেখলে আদর করে না এমন মানুষের সংখ্যা খুব বেশি না হলেও খুব কমও নয়।

বাড়িতেও এখন অনেকেই পোষ্য রাখনে। তবে রাস্তায় আচমকা কুকুর চিৎকার করে উঠলে বা তাড়া করলে বুক ধরফর করে ওঠে সকলের।

রাস্তায় অনেক সময়ই আপনি কুকুরকে কিছু না করে হেঁটে গেলেও কুকুরের দল পিছু নেয় বা তাড়া করে।

বিষয়টি আপনি বুঝতে পারেন না। আসলে দোষ আপনার নয়, আপনার পোশাকের রঙের।

এমন কিছু নির্দিষ্ট রং আছে যা কুকুরের একেবারেই পছন্দ নয়, তাই এরা আপনার পিছু নেয় বা তাড়া করে।

কুকুর সব রং সহ্য করতে পারলেও তবে কালো রং একেবারেই তার পছন্দ নয়।

তাই কালো রঙের পোশাক পরিহিত লোকজনকে দেখলে অযথাই চিৎকার শুরু করে বা পিছনে ধাওয়া করে।

কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে সেই জায়গাটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত।

তারপরে ভালো অ্যান্টিসেপটিক সাবান ক্ষতস্থানে ব্যবহার করা উচিত।