15 MARCH  2025

BY- Aajtak Bangla

কুকুর কামড়াতে পারে, এই ৬ লক্ষণে বুঝুন; জলাতঙ্ক থেকে বাঁচবেন

রাস্তাঘাটে হোক বা বাড়ির পোষ্য থাকলে কিছু বিষয়ে খেয়াল রাখতে। কিন্তু কুকুর কিন্তু কামড়ায়ও! রাস্তার কুকুর হোক বা বাড়ির কুকুর কামড়াতেই পারে। কী করে বুঝবেন কোন কুকুর কামড়াবে? 

রাস্তার কুকুর সাধারণত হিংস্র হয়, এরা যখন তখন কামড়াতে পারে। তবে কুকুর হঠাৎ করে কামড়াতে আসে না।গেলেই মুর্চ্ছা যাবেন।

কুকুর কামড়ানোর আগে কিছু লক্ষণ দেখায়। এর মধ্যে হল কুকুরের গর্জন করা, তেড়ে আসা। 

তবে কিছু কিছু কুকুরের কামড়ের লক্ষণ সম্পূর্ণ আলাদা। কিছু কুকুরের ধরন বোঝা যায় না যে তারা কামড়াতে পারে!

কুকুর যখন ভালোবাসতে চায় তখন লেজ নাড়ায়, গা নাড়ায়। গায়ে হাত তুলে দেয়। এটা তাদের আদরের ভঙ্গিমা।

কিন্তু যদি দেখেন কুকুর চড়ছে না, স্থির হয়ে তাকিয়ে, লেজ স্থির, মুখ হা করে আছে, তার মানে সেই কুকুর আপনাকে কামড়ানোর জন্য তৈরি।

এরকম বুঝতে পারলে কুকুরের সামনে যাওয়ার আগেই নিরাপদ কোনও আশ্রয়ে ঢুকে পড়ুন। দূরেই দাঁড়িয়ে যান। কুকুর স্বাভাবিক হলে জায়গাটি দিয়ে হেঁটে যান।

কুকুরের শরীরের লোম খাড়া হয়ে গেলে কামড়ায়। অনেকসময় কুকুরকে আদর করলে তারা শান্ত হয়ে যায়। তবে এটি না করাই নিরাপদ।

কুকুর কামড়াতে পারে সেটা আরও বেশি বোঝা যায় ওদের চোখ দেখে। যখন চোখের সাদা অংশ বেশি বেড়ে যায় তার মানে সে ক্ষিপ্ত। এছাড়া, খাওয়া বা ঘুমের অবস্থায় কখনও কামড়ায় না।