BY- Aajtak Bangla
12 May, 2025
r
পাত্রী দেখতে গেলে অনেক সময় উত্তেজনায় বা না জেনে এমন কিছু প্রশ্ন করে ফেলেন পাত্র বা তাঁর পরিবার, যা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
সম্পর্কের শুরুতেই ভুল প্রশ্ন মানে ভুল বার্তা।
"তোমার আগে কোনো সম্পর্ক ছিল?"
ব্যক্তিগত অতীত জানতে চাওয়া অশালীন ও অনভিপ্রেত—বিশ্বাস তৈরি না হলে এ প্রশ্ন অনুচিত।
"তুমি মাসে কত রোজগার করো?"
আর্থিক বিষয় চাকরি করলে ধীরে ধীরে আলোচনা করা যায়, কিন্তু সরাসরি এমন প্রশ্ন অসম্মানজনক।
"বিয়ের পর তুমি চাকরি ছাড়বে তো?"
মেয়ের পছন্দ ও স্বাধীনতার ওপর চাপ তৈরি করে—একটি সম্পর্ক সমতায় গঠিত হওয়া উচিত।
"তোমার রান্না কেমন?" রান্না না জানলে কি জীবন থেমে যাবে? এই প্রশ্ন একজন নারীর গৃহিণী ভূমিকার গন্ডিতে বেঁধে দেয়।
"তুমি এত দেরি করে বিয়ে করছো কেন?" বয়স বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা অশোভন, এতে অপমানবোধ তৈরি হতে পারে।