29 Oct,, 2024
BY- Aajtak Bangla
বেশিরভাগ মানুষই স্যালাড খাওয়ার সময় শসা ও টোম্যাটো ব্যবহার করেন। তবে সেটা করা উচিত নয়।
কিন্তু, আপনি কি জানেন যে শসার সঙ্গে টোম্যাটো কেন খাওয়া উচিত নয়? শসা ও টোম্যাটো একসঙ্গে খাবেন না।
কারণ, এদের হজমের পদ্ধতি আলাদা। এর ফলে সমস্যা হতে পারে হজমের ক্ষেত্রে।
কারণ, শসায় জলের পরিমাণ বেশি থাকে এবং ঠান্ডা হয়।
অন্যদিকে, টোম্যাটোয় অ্যাসিডিক গুণ বেশি থাকে।
তাই, শসা ও টোম্যাটো একসঙ্গে খেলে পেটে বদহজম ও বমিবমিভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।
এর পাশাপাশি শসা ও টোম্যাটোর পৃথক উপাদান বিক্রিয়া করে।
যাতে পুষ্টির অভাব হতে পারে। এতে শরীর খারাপ হয়ে যেতে পারে।
ফলে শসা ও টম্যাটো একসঙ্গে খেলেই চিত্তির। এখন থেকে বাদ দিন।