17 January 2025

BY- Aajtak Bangla

মদ খেয়ে মেলামেশা করলে হতে পারে এসব বিপদ, রইল বিশেষজ্ঞের পরামর্শ

পার্টনার বা সঙ্গীর সঙ্গে সুস্থ ও স্বাভাবিক যৌনতা প্রায় সকলেরই ভাল লাগে। কিন্তু কখনও কখনও যৌন মিলনের ক্ষেত্রেও 'না' বলা জানতে হবে।

এমন কয়েকটি পরিস্থিতি রয়েছে যখন সঙ্গমে লিপ্ত হলে শারীরিক ভাবে দু'জনেরই ক্ষতির প্রবল আশঙ্কা থাকে। এই সব ক্ষেত্রে নিজেকে আটকান!

মদ্যপান বা কোনও রকম নেশা করে যৌন মিলনে লিপ্ত হতে বারণ করেছেন বিশেষজ্ঞরা। কারণ সেক্ষেত্রে মানুষ নিজের পর্যাপ্ত জ্ঞান, শক্তি ও ক্ষমতায় থাকে না।

শরীরের ভারসাম্যও ঠিক থাকে না অনেক ক্ষেত্রে। ফলে নেশা করে বা মাদকাসক্ত হয়ে সঙ্গম খুবই ক্ষতিকারক হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

সুরক্ষিত যৌন জীবনই কাম্য সকলের। যেমন কন্ডোম ছা়ড়া সঙ্গম কখনওই সুরক্ষিত নয় তেমনই নেশা করে সঙ্গম করাও বিপদজ্জনক। হাতের কাছে কন্ডোম না থাকলে সঙ্গমে না বলাই ভাল।

অনেক সময়ই মহিলাদের গোপনাঙ্গে চুলকানি, জ্বালা ভাব ও সাদাস্রাব হলে সঙ্গম না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এগুলি ছোঁয়াচে হওয়ায়, সঙ্গমের ফলে তা আপনার সঙ্গীকেও কষ্ট দিতে পারে।

ঝগড়া মেটাতে অনেকেই শারীরিক মিলনে লিপ্ত হন। কিন্তু মানসিক ভাবে কোনও ব্যক্তি একে অপরের কাছাকাছি না থাকলে শারীরিক মিলনও সুখের হয় না।

UTI অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সময় যৌন মিলন পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। সংক্রমণ চলাকালীন গোপনাঙ্গে ব্যথাও হতে পারে।