3 July, 2024

BY- Aajtak Bangla

 খালি মন্দির-সমুদ্র নয়, এবার পুরী গেলে এই ৫ জায়গা অবশ্যই ঘুরুন

পুরী বাঙালিদের ভালোলাগার স্মৃতিতে একরকম স্থায়ী জায়গা অধিকার করে আছে বলাই যায়।

এই পবিত্র শহর, বাঙালি মনে যতটা মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরের জন্য ঠিক ততটাই সমুদ্র সৈকতের জন্য প্রিয়।  

=

বাঙালির ভ্রমণ তালিকায় বরাবরই পয়লা নম্বরে থাকে পুরী। এমন বাঙালি পাওয়া দুষ্কর জীবনে যে একবার অন্তত পুরী যায়নি।

পুরীতে ঘোরার জায়গা বলতে অনেকেই জানেন জগন্নাথ মন্দির, নন্দন কানন, চিলকা, কোনারক বা জগন্নাথের মাসি ও পিসির বাড়ি।

তবে এছাড়াও এমন কিছু জায়াগা আছে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বা শিল্পের টানে আপনার উচিত একবার অন্তত ঘুরে আসা।

বর্তমানে খুব জনপ্রিয়তা পেয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। ঢুকতে ২০ টাকা  লাগে, থাকা যায় ৩ ঘণ্টা। চাইলে স্নান করতে পারেন। সেক্ষেত্রে টিকিট ৫০ টাকা।

পুরী থেকে জঙ্গলের মজা নিতে চাইলে চলে যান চন্দকা ওয়াইল্ড লাইফ স্যানচুয়ারি । রয়েছে জঙ্গল সাফারির ব্যবস্থা। ১ ঘণ্টার জন্য খরচ পড়ে ১০০০ টাকা। বোটে করে ঘুরে নিতে পারেন চন্দকা ড্যাম। পুরী থেকে যেতে সময় লাগে ঘণ্টা দেড়েক। টি।

১ দিনের ট্রিপে ঘিরে আসুন ললিতগিরি, উদয়গিরি, খণ্ডগিরি। তিনটি জায়গাতেই মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে বৌদ্ধধর্মের নিদর্শন। ললতিগিরি উড়িষ্যার সবচেয়ে প্রাচীণ বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে অন্যতম।

উড়িষ্যার বিখ্যাত পটচিত্র তৈরি দেখতে হলে চলে যান পুরীর রঘুরাজপুর গ্রামে। বাড়িতে বাড়িতে চলছে পটচিত্র তৈরির কাজ। এখান থেকে উপহার দেওয়ার জন্য ছোট ছোট নিদর্শন কিনে আনতে পারেন।

পুরী গেলেও অনেকে মিস করে যান মোহনা। তবে এই জয়গার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। ভিড়ভাট্টাও কম। সকাল সকাল চলে যান। ধাউরিয়া নদী মিশেছে সমুদ্রে। কিছুটা সময় কাটাতে বেশ ভালো লাগবে।

মোহনা দেখে ফেরার পথে ঘুরে নিন গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির।