19 June, 2024

BY- Aajtak Bangla

স্ত্রী হোক বা প্রেমিকা, ঝগড়া লাগলে যা করবেন না

যদিও অনেক ক্ষেত্রে সেটা হয় না। তবে স্বামী- স্ত্রীর মধ্যে যখন ঝগড়া অশান্তি হয় সে সময়ে একজনের কিন্তু একটু শান্ত রাখা দরকার। 

তবেই কিন্তু ঝগড়া অশান্তি কমবে। যদিও ঝগড়া লেগে গেলেও কারওই মাথা ঠিক থাকে না। তাই ঝগড়ার সময় ভুল করেও এই কাজগুলি আপনারা করবেন না। 

তাহলে কিন্তু ঝগড়া থামবে না বরং বেড়ে যাবে। সেই সঙ্গে এই কথাগুলি বলা এড়িয়ে চলুন। আসুন জেনে নিই কী কী করবেন না।

যখন আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে খুব অশান্তি হবে তখন কখনও ভুলেও দুজন দুজনকে পুরনো ভুলের কথা মনে করাবেন না। এতে সম্পর্ক উল্টে আরও খারাপ হবে। 

যখন আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয় তখন কিন্তু সম্পর্ক খুব সিরিয়াস দিকে চলে যায় অর্থাৎ অনেকেই অনেকের ক্ষতি করে ফেলেন।

বিবাদ, মীমাংসা করতে তাড়াহুড়ো করবেন না। মাথা ঠান্ডা রেখে দুজনে ভালোভাবে কথা বলবেন। রাগকে সংযত রাখবেন। । 

যখন আপনার স্বামী-স্ত্রীর মধ্যে দেখবেন অশান্তি চরমে পৌঁছে গেছে, সে সময় ঝামেলাকে মেটাবার চেষ্টা করবেন। তবে সমস্যা ঠিক হয়ে গেছে এমন ভান করবেন না। 

মনে মনে রাগ চেপে রাখবেন না। তাহলে কোনদিনই আপনি সেই সম্পর্কে ভালোভাবে থাকতে পারবেন না।

অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তি হলে একে অপরের আত্মীয়দের নিয়ে খারাপ মন্তব্য করতে থাকেন। তবে এটি কিন্তু একদমই উচিত নয়।