2 MARCH, 2025

BY- Aajtak Bangla

সাবধান!  আত্মীয়-স্বজনকে এই ৫ কথা  বললেই বিপদ

বর্তমান যুগে কেউ কারোর ভাল দেখতে পারে না। বিশেষ করে নিজের লোকেরা।

মা-বাবা ছাড়া আত্মীয়-স্বজনো এখন শুধুই আপনার সুখের সময়ে আসবে।

এদের কখনই আপনি বিপদের সময় পাশে পাবেন না।

তাই যতটা সম্ভব আত্মীয়-পরিজনদের নিজের জীবনের সব কথা উগড়ে দেবেন না। এতে অন্যেরাও আপনার বিষয়ে জানতে পারবেন।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

আপনি যদি বিবাহিত হন তাহলে ভুলেও নিজের স্ত্রীকে নিয়ে খারাপ কথা বা অভিযোগ আত্মীয়-স্বজনদের কাছে করবেন না। এতে অন্যরাও আপনার স্ত্রীকে নিয়ে হাসাহাসি করতে পারে। 

আপনি কত বেতন পান অথবা আপনার বেতন বাড়ল কিনা এই বিষয়ে কখনই পরিজনদের কাছে মুখ খুলবেন না।

আপনার সন্তান খারাপ হোক বা ভাল আত্মীয়দের কাছে তার নিন্দা অথবা প্রশংসা কোনটা করারই দরকার নেই।

ভুলেও আত্মীয়-স্বজনদের কাছে টাকা ধার নেবেন না। এতে তারা আপনার আর্থিক দুর্বলতার কথা জেনে যাবে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কখনও নিজের আত্মীয়-স্বজনের কাছে বলবেন না। যেটাই করবেন চুপিসারে করবেন।