5 December, 2023
BY- Aajtak Bangla
শিশুদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু অভিভাবকদের। আর যদি সেটা তাঁরা করতে না পারে তাহলে সেই শিশুর ভবিষ্যত খারাপ হয়ে যেতে পারে।
সব শিশুরাই দাতা হয়। ৩ বছর বয়স পর্যন্ত তারা অন্যের অনুভূতি বুঝতেই পারে না। সঠিকভাবে শিশুকে গড়ে তুললে তবেই এই অভ্যাস তৈরি হয়, যার দায়িত্ব অভিভাবকদের।
শিশুদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিন। মা-বাবা যদি তাদের মিথ্যুক বলে, তবে তার আত্মবিশ্বাস ভেঙে যায়।
শিশুরা যদি কাঁদে, তবে কাঁদতে দিন বা অন্য কোনও কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করুন। কিন্তু তাকে কাঁদুনে বলবেন না। এতে তাদের আবেগের বৃদ্ধিতে প্রভাব পড়ে।
প্রত্যেক শিশু নিজেদের মতো করে বেড়ে ওঠে। তাদের অক্ষমতা নিয়ে কখনও খোঁচা দেবেন না। তারা ব্যর্থ, এটা বলবেন না। বরং অনুপ্রাণিত করুন ভাল কিছু করার।
শিশুদের কখনও বোকা বলবেন না। এতে তাদের বুদ্ধিমত্তার অপমান করা হয়। এটা তাদের বৃদ্ধি ও আত্মবিশ্বাসের ওপর বিরূপ প্রভাব ফেলে।
যা আপনার কাছে তুচ্ছ হতে পারে আপনার সন্তানের কাছে তা নাও হতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে তাদের আবেগ ও অভিব্যক্তি আলাদা হয়। তাই তাদের ড্রামাটিক বলবেন না।
অনেক শিশুই সেভাবে অ্যাক্টিভ নয়। তা বলে তাদের অলস একেবারেই বলবেন না। বরং চেষ্টা করুন তাদের আরও সক্রিয় করতে, খেলাধূলো করাতে।
যদি আপনার মনে হয় আপনার শিশু খারাপ হয়ে যাচ্ছে এবং খুব জেদি তৈরি হচ্ছে তবে এখনই তাদের সঠিকভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দিন। শুধু শুধু তাকে খারাপ হয়ে যাচ্ছে বলে দোষ দেবেন না।