19 JUNE, 2024
BY- Aajtak Bangla
বাড়ি বানানোর জন্য যেমন বাস্তু নিয়ম আছে তেমনই বাড়ির গেট কীসের, কেমন হবে তা নিয়েও একাধিক নিয়ম আছে।
বাস্তু মতে, বাড়ির মেনগেট সব সময় কাঠের বা লোহার হওয়া উচিত। তবে বাড়ির দরজা যাতে কালো না হয়। এই রং অশুভ শক্তিকে বাড়িতে আমন্ত্রণ জানায়।
বাড়িতে কুনজর পড়ে অনেকের। এতে বাড়ির শান্তি নষ্ট হয়। অভাব আসে। সেকারণে মেনগেট খুব গুরুত্নপূর্ণ অংশ
বাস্তুমতে, মেনগেট সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তবেই দেবী লক্ষ্মী আসবেন। সেজন্য মেনগেটের কাছে প্রতিদিন ঝাঁট দিতে হবে। নোংরা আবর্জনা সরাতে হবে।
বাস্তুমতে, বাড়ির প্রধান গেটের এক কোণে গাছ রাখা খুব জরুরি। সেই গাছটা সবুজ হলেই হবে। যে কোনও গাছ হতে পারে।
সেই গাছের পরিচর্যা করুন। প্রয়োজন বুঝে জল দিন। এই গাছ তুলসীও হতে পারে। তবে ক্যাকটাস রাখবেন না।
দরজায় আলো লাগান। ভুলেও লাল আলো লাগাবেন না। সন্ধ্যেবেলা দরজার আলো জ্বেলে রাখুন।
গাছ শুভ শক্তির প্রতীক। দেবী লক্ষ্মী গাছ ভালোবাসেন। মেনগেট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তিনি প্রবেশ করেন বাড়িতে।
বাস্তুমতে, সবুজ গাছ শত্রুকে শায়েস্তা করে। শত্রুরা বাড়ির দিকে কুনজর দিতে পারে না। তারা ক্ষতি করার আগে দশবার ভাবে।