BY- Aajtak Bangla
2 February, 2025
যে কোনও সম্পর্কের সূচনা প্রথম ডেট। সেখানে কী করবেন? কী করবেন না? জেনে নিন।
নিজের সম্পর্কে জানান। আপনার হবি, কোনও মজার অভ্যাসের বিষয়ে বলুন।
উল্টোদিকের মানুষটির থেকেও এগুলির বিষয়ে জানতে চান। তাঁর কোন বিষয়ে আগ্রহ তা জানতে চান।
উল্টো দিকের মানুষটির থেকেও এগুলির বিষয়ে জানতে চান। তাঁর কোন বিষয়ে আগ্রহ তা জানতে চান।
হাসুন এবং হাসান। বিশেষত মহিলারা কৌতুকবোধ থাকা পুরুষদের পছন্দ করেন।
হাসুন এবং হাসান। বিশেষত মহিলারা কৌতুকবোধ থাকা পুরুষদের পছন্দ করেন।
নিজের অতীত সম্পর্কে কথা বলবেন না। সামনের মানুষটিরও অতীত জানতে চাইবেন না।
ডেটে যাওয়ার আগে কথার ছলে তাঁর কেমন খাবার পছন্দ জেনে নিন। সেটা মনে রাখুন। ডেটে গিয়ে সেটাই অর্ডার করুন।
প্রথম ডেটে গিয়েই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবেন না।