3 October, 2024

BY- Aajtak Bangla

রান্নার গ্যাস লিক করলে সঙ্গে সঙ্গে এটা করুন, আগুন লাগবে না

v

সব বাড়িতে এখন গ্যাস সিলিন্ডারেই রান্না হয়। গ্যাসে রান্নাও তাড়াতাড়ি হয়।

গ্যাস সিলিন্ডারে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা দরকার। যাতে দুর্ঘটনা না ঘটে।

গ্যাস সিলিন্ডার থেকে লিক হলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাই গ্যাস লিক হলে যা যা করবেন

লাইটার ব্যবহার করবেন না। দেশলাই বা লাইটার বা অন্য কোনো দাহ্য জিনিস জ্বালাবেন না।

বাল্ব বা টিউবলাইটের সুইচ অন করবেন না। এতে আগুন লাগার সম্ভাবনা।

ঘরের দরজা-জানালা খুলে দিন। যাতে গ্যাস বেরিয়ে যায়।

  গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলে সঙ্গে সঙ্গে রেগুলেটর বন্ধ করুন।

গ্যাস লিক বন্ধ না হলে সিলিন্ডার থেকে রেগুলেটর আলাদা করে সিলিন্ডারে সেফটি ক্যাপ লাগান।

গ্যাস লিকের কারণে সিলিন্ডারে আগুন লাগলে আতঙ্কিত হবেন না। কম্বল বা চাদর জলে ভিজিয়ে সিলিন্ডার মুড়ে দিন।

সঙ্গে সঙ্গে জানান সিলিন্ডার গ্যাসের সংশ্লিষ্ট এজেন্সিকে।