BY- Aajtak Bangla
28 January, 2025
ডাক্তার শিবকুমার সারিন জানিয়েছেন যে, হঠাৎ ওজন বেড়ে গেলে বা খিদে কমে গেলে তা লিভার ফেলিওরের প্রাথমিক লক্ষণ হতে পারে।
হঠাৎ ওজন বেড়ে যাওয়াকে হালকাভাবে নেবেন না। এটি লিভারজনিত সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।
ডাক্তার সারিনের মতে, খিদে পাওয়াটা একটি স্বাস্থ্যকর লক্ষণ। তবে, খিদে না পেলে তা লিভারের গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে।
জন্ডিস হলে প্রথম প্রশ্ন, "খিদে হচ্ছে?" যদি খিদে থাকে, তাহলে লিভার আপাতত স্বাভাবিক। তবে খিদে কমে গেলে সচেতন হতে হবে।
ডান দিকে পেটে ব্যথা হলে এটি গল ব্লাডার স্টোনের লক্ষণ হতে পারে। দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
পেট ফাঁপা বা ফুলে যাওয়া লিভারের সমস্যার অন্যতম প্রাথমিক লক্ষণ। এটি অবহেলা করবেন না।
নাক ডাকা বা অতিরিক্ত অ্যাসিডিটি হলে তা লিভারের ক্ষতির কারণে হতে পারে। দ্রুত সঠিক পদক্ষেপ নিন।
স্বাস্থ্যকর খাবার, সঠিক ওজন এবং নিয়মিত ব্যায়াম লিভারের সুস্থতায় সহায়ক।
লিভারের যেকোনও সমস্যার লক্ষণ দেখলেই দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।