27 November, 2023

BY- Aajtak Bangla

স্বপ্নে সাপ দেখলে কী হয়? জানুন অবাক করা তথ্য

মনোবিদদের মতে, আমাদের যে অবচেতন ভাবনাচিন্তা, ভয় বা ইচ্ছা, তার প্রতিফলনই হলো স্বপ্ন।

অনেকের বিশ্বাস, প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনও না কোনো অর্থ লুকিয়ে রয়েছে। 

স্বপ্ন নিয়ে গবেষণামূলক বিভিন্ন বই থেকে জানা যায়, যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছুপিছু ছুটছে,তাহলে এর অর্থ হল,ঐ ব্যক্তির শত্রুরা তার সাথে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। 

আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুর ঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে।

অনেকে বলেন, স্বপ্নে সাপ কামড় দিতে বা ছোবল দিতে দেখলে পিছনে একটি ভয়ংকর ইঙ্গিত লুকিয়ে থাকে। আপনার জীবনে খারাপ কিছু ঘটতে পারে। স্বপ্নকে বোঝার চেষ্টা করে অবিলম্বে সতর্ক হতে হবে। 

যে স্বপ্নে সাপ মারতে দেখে, পরবর্তী সময়ে তার শত্রুকে আঘাত করতে পারে। শত্রুর ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে পারবে বলে ধারণা করা হয়। 

গর্ভাবস্থায় স্বপ্নে সাপ দেখা খারাপ কিছু নয়। স্বাভাবিক বিষয় বলেই মনে করেন স্বপ্ন বিশেষজ্ঞরা।

যদি স্বপ্নে সাপ আপনাকে তাড়া করে, তবে এটি এমন কিছুর প্রতীক হতে পারে যা আপনাকে জাগ্রত জীবনে তাড়া করছে, যেমন একটি অমীমাংসিত সমস্যা বা একটি মানসিক বোঝা। 

স্বপ্নের ব্যাখ্যা সব সময় সত্য হয় এমন নয়। তাই অযথা টেনশন করার প্রয়োজন নেই।