8 April, 2025
BY- Aajtak Bangla
স্বপ্ন মনের একটি বিশেষ অবস্থা। স্বপ্নের মধ্যে থাকে বাস্তবতার অনুভূতি। জেগে থেকে স্বপ্ন দেখা যায় না। গভীর ঘুমেও আসে না। বরং, স্বপ্ন আধো ঘুমের অবস্থায় ঘটে।
স্বপ্ন দেখার ক্ষেত্রে খাওয়াদাওয়া ও রোগব্যাধি ভূমিকা পালন করে। গ্রহ এবং রাশিও স্বপ্নের জন্য দায়ী।
প্রতিটি স্বপ্নেই থাকে কিছু ইঙ্গিত। অনেকে বলে, ১০% স্বপ্ন সত্যি হয়। যদিও তার সপক্ষে প্রমাণ নেই।
স্বপ্নে কারওর মৃত্যু দেখলে বুঝবেন সংকট কেটে গিয়েছে।
স্বপ্নে কোনও মৃত ব্যক্তিকে দেখলে বুঝতে হবে তাঁর ইচ্ছা অপূর্ণ রয়ে গিয়েছে।
জলপ্রপাত, নদী সম্পর্কিত স্বপ্ন দেখার অর্থ কফের সমস্যায় ভোগা।
স্বপ্নে সূর্য বা আগ্নেয়গিরি দেখতে পাওয়ার অর্থ হল পিত্তের ভারসাম্য বিঘ্নিত হয়েছে।
হাতি, বাঁদর, রাজহাঁস, গরুর স্বপ্ন দেখা খুব শুভ। এই স্বপ্নগুলির অর্থ হল, সম্পদ আসতে চলেছে। অথবা সন্তানের জন্ম হতে চলেছে।
স্বপ্নে বিয়ে, পার্টি বা কোনও বড় উৎসব দেখতে পেলে বুঝতে হবে আপনি অসুস্থ হয়ে পড়বেন।
স্বপ্নে পদ্ম ফুল বা ফল দেখলে বুঝবেন আপনি বুদ্ধিমান সন্তান পাবেন।