10 June 2025
BY- Aajtak Bangla
স্বপ্নে মা অথবা বাবার মৃত্যু দেখা যায় কখনও সখনও। এই স্বপ্নকে কিন্তু কোনও সময় অবজ্ঞা করবেন না।
যদি স্বপ্নে মৃত বাবা-মাকে কাঁদতে দেখে থাকেন, তাহলে সেটাকে ভাল স্বপ্ন হিসেবে ধরা হয় না। এর মানে হল তাঁরা কিছু নিয়ে দুঃখিত।
স্বপ্নে যদি বাবা-মা-কে হাসতে দেখেন তার অর্থ আপনার সুদিন আসন্ন। অর্থাভাব কাটতে পারে।
স্বপ্নে মৃত মা-বাবার সঙ্গে কথা বলাকেও ইতিবাচক বলে ধরা হয়। এটি জীবনে অগ্রগতির ইঙ্গিত দেয়।
স্বপ্নে যদি কোনও প্রিয়বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ আপনাদের বন্ধুত্বে চিড় ধরেছে।
মা-বাবা ছাড়া বাড়ির অন্য কারও মৃত্যু দেখলে জানবেন আপনার মধ্যে বড়সড় কোনও পরিবর্তন আসতে চলেছে।
স্বপ্নে টিকটিকি দেখাও শুভ বলে মনে করা হয়। আপনি যদি ব্যবসার কাজ করেন তাহলে উন্নতির সম্ভাবনা রয়েছে।
যদি টাকার স্বপ্ন দেখেন, তার অর্থ আপনার বিনিয়োগের জন্য এটাই সঠিক সময়।
সোনা বা রুপোর থালায় খাবার খাওয়ার স্বপ্ন দেখাও খুব শুভ। এর অর্থ সহজে ব্যাঙ্ক থেকে টাকা পেতে পারেন।