BY- Aajtak Bangla
13 APRIL, 2024
সময়ের অভাবে অনেক সময় জামাকাপড় ইস্ত্রি করার সময় পাওয়া যায় না। ফলে, কখনও কখনও কুঁচকানো জামা পরেই বেরোতে হয়।
আবার অনেকের বাড়িতেই ইস্ত্রি থাকে না। চিন্তা নেই, মেশিন ছাড়াই জামাকাপড় ইস্ত্রি করা সম্ভব।
যদি আপনার বাড়িতে ইস্ত্রি না থাকে তাহলে, একটি কেটলিতে জল গরম করুন। জল ভাল করে গরম হলে গ্যাস বন্ধ করে দিন।
এবার ওই গরম কেটলিটি জামার কোঁচকানো জায়গায় ভাল করে ঘষে নিন। তাহলে জামাকাপড় ইস্ত্রির মতো টানটান হয়ে যাবে।
এছাড়া ২ কাপ জলে ৩-৪ চামচ ভিনিগার মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণটি জামার কোঁচকানো জায়গায় স্প্রে করে নিন জামাকাপড় টানটান হয়ে যাবে।
কুঁচকানো জামা কাপড়ের উপরে সামান্য একটু জল ছিটিয়ে নিন। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে ভাল করে শুকিয়ে নিন। জামাকাপড় আগের মতো টানটান হয়ে যাবে।
চুল স্ট্রেট করার জন্য ব্যবহৃত স্ট্রেইটনার দিয়েও জামাকাপড় ইস্ত্রি করা সম্ভব।
তলাটা সমতল এমন একটি লোহার পাত্রে জল দিয়ে ভাল করে ফুটিয়ে গরম করুন। গরম হলে জলটি ফেলে গরম পাত্রটি কুঁচকানো জামাকাপড়ের উপর ভাল করে ঘষুন।