07 Oct, 2024

BY- Aajtak Bangla

মোটা হাত? বিন্দাস পরুন স্লিভলেস, রইল টিপস 

স্লিভলেস পোশাক পরতে ভালবাসেন অথচ ঠিক কনফিডেন্স পান না? কারণ, আপনার হাত মোটা লুকোনোর ট্রিকস আমরা বলে দিচ্ছি!

বেশিরভাগ মহিলাই যে ভুলটা করে থাকেন, সেটা হল, পোশাক তো তাঁরা বেশ দামি পরেন কিন্তু অন্তর্বাসটি সঠিক পরেন না।

ভুল মাপের বা ঢিলে অন্তর্বাস পরলে কিন্তু পিঠের এবং হাতের উপরের অংশের বাড়তি মেদ ঝুলে থাকে এবং দেখতে খুব বেশি মোটা  লাগে, স্লিভলেস পরলে তো কাঁধের কাছে হাত খুবই চওড়া দেখায়।

ভি নেকনাইলওয়ালা স্লিভলেস পোশাক পরুন। এতে একটা ইলিউশন তৈরি হয় এবং ঘাড় লম্বা দেখায়, ফলে হাতের দিকে কারও অতটা নজর যায় না!

ভারী ডিজাইনের ব্রেসলেট পরলে হাত আরও বেশি মোটা দেখাবে। যদি আপনি চুড়ি পরেন, তা হলে একটা বা দুটোর বেশি চুড়ি পরবেন না। 

পোশাকটি পরে হাত তুললে তা আপনার বগলের কাছে টাইট হয়ে থাকছে কিনা! যদি টাইট হয়ে থাকে, তা হলে হয় অল্টার করিয়ে নিন অথবা এক সাইজ বড় পোশাক কিনুন।

বরং বাটারফ্লাই স্লিভ ট্রাই করতে পারেন। এতে কাঁধের বেশ অনেকটা ঢাকা থাকে এবং সহজেই হাতের মেদ লুকোনো যায়!

যদি আপনি চুড়ি পরেন, তা হলে একটা বা দুটোর বেশি চুড়ি পরবেন না। বালা বা বাউটি ডিজাইনের হাতের গয়না না পরাই ভাল।