2 February, 2025

BY- Aajtak Bangla

৫০-এও যৌবনের জেল্লা, রোজ এই কাজ করলেই হবে 

বয়স হওয়ার পরেও জেল্লাদার ত্বক সকলেই চান।

কিন্তু বয়স বাড়লে স্বাভাবিক ভাবেই ত্বকের জেল্লা চলে যায়।

শুধু দামি প্রসাধনী ব্য়াবহার করলে কোনও লাভ হয় না।

সেই সময় দামী প্রসাধণীতেও কাজ হয় না।

তবে ত্বক তরুণ রাখতে হলে খাবার দাবারের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে।

৩০ এর পরও যদি একই রকম জেল্লা চাইলে রোজ সকালে খেতে হবে গ্রিন টি।

আপনি আপনার শরীর এবং ত্বককে কতটা পুষ্টি দিচ্ছেন তা গুরুত্বপূর্ণ।

গ্রিন টিতে ভিটামিন এবং অ্য়ান্টিঅক্সিডেন্ট থাকায় তা ত্বককে ঠিক রাখতে সাহায্য করে।

গ্রিন টি অ্য়ন্টি-এজিং এজেন্ট হিসেবে খুব ভাল কাজ করে। ফলে ত্বকে রিংঙ্কেল ও ফাইন লাইন পড়তে দেয় না।

গ্রিন টি পেট পরিস্কার করতেও সাহায্য় করে যার ফলে ব্রনো হয় না এবং ত্বক পরিস্কার থাকে।