15 December, 2023

BY- Aajtak Bangla

শীতে সর্দি-কাশির 'নো এন্ট্রি', দুধে দিয়ে খান এই সব্জি

শীতে প্রায় সর্দি-কাশির প্রবণতা বাড়ে।

সর্দি-কাশি থেকে বাঁচতে চাইলে আদা খাওয়া খুবই জরুরি। তবে শুধু আদাই নয়।

খাদ্যতালিকায় আদা-দুধ অন্তর্ভুক্ত করুন। আদা খেলে শরীরে উষ্ণতা আসে। প্রতিদিন আদার দুধ পান করলে সর্দি, কাশি, ভাইরাল, ফ্লু বা সর্দির মতো রোগ দূরে থাকে। 

বাচ্চাদের আদা-দুধ দিতে পারেন।

শরীরে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পাওয়া যায়, যা সংক্রমণ দূর করে। 

আদা-দুধ খেলে কোষ্ঠকাঠিন্য, পেটব্যথা, অ্যাসিডিটি এবং অ্যাসিড রিফ্লাক্স কমে যায়। 

আদা দুধ খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে। 

আদার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা হাড় সংক্রান্ত সমস্যা দূর করে।