12 May 2025

BY- Aajtak Bangla

খায় না মুখে মাখে! গরমকালে এই সানস্ক্রিন খেয়ে নিতে বলছেন বিশেষজ্ঞরা

ত্বকের সুরক্ষার জন্য গরমকালে সানস্ক্রিন অপরিহার্য। কিন্তু মুখে মাখতে নয়, সেই সানস্ক্রিনই ঢকঢক করে খেয়ে নিতে বলছেন বিশেষজ্ঞরা। কেন? 

সম্প্রতি ত্বকের সুরক্ষার জন্য 'ড্রিঙ্কেবল সানস্ক্রিন' এসেছে বাজারে। সানবার্ন থেকে বাঁচাতে যা অব্যর্থ। 

সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে নিরাপদ রাখতে এই পানীয় সানস্ক্রিন অত্যন্ত উপকারী। 

এই 'ড্রিঙ্কেবল সানস্ক্রিন' সাধারণত রোদে বের হওয়ার আগে দিনে একবার খেয়ে নিতে হয়। 

পানীয় সানস্ক্রিনটি মূলত অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনযুক্ত একটি ওরাল সাপ্লিমেন্ট, যা শরীরের কিছুটা ইমিউনিটি বাড়ায়। 

পান করার এই সানস্ক্রিন ত্বকের কোষগুলিকে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে। তবে সানবার্ন, ট্যানিং বা স্কিন ক্যান্সার রোধ করতে পারে না।

তবে ড্রিঙ্কেবল সানস্ক্রিন ত্বকের যত্নে সহায়ক হতে পারে, তবে এটি কখনওই প্রচলিত সানস্ক্রিনের বিকল্প নয়।

শুধুমাত্র ড্রিঙ্কেবল সানস্ক্রিনের ওপর নির্ভর না করে, বরং সানস্ক্রিন, ছাতা, রোদচশমা এবং রোদ এড়িয়ে চলুন।