BY- Aajtak Bangla

গরমে আখের রস খেলে এসব হয়, জেনে রাখুন

2 May  2025

গরমে গলা ভেজাতে রাস্তায় বেরিয়ে অনেকেই আখের রস খান।

আখের রস

আখের রস খেতে অনেকেই ভালবাসেন। সুস্বাদুও হয় খেতে।

সুস্বাদু খেতে

তবে জানেন কি, আখের রস খেলে শরীরে কী হয়...

কী প্রভাব

পুষ্টিবিদদের মতে, আখের রসে পুষ্টি রয়েছে ঠিকই, তবে এটা খাওয়া মোটেই ভাল নয়।

ভাল নয়

বিশেষজ্ঞদের মতে, আখের রসে গ্লাইসেমিক সূচক বেশি, যা রক্ত শর্করার মাত্রা বাড়ায়।

শর্করার মাত্রা বাড়ে

তাই যাঁদের ডায়াবিটিসের সমস্যা রয়েছে, তাঁদের আখের রস খাওয়া মোটেই ঠিক নয়।

ডায়াবিটিস

আখের রস খেলে কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যেতে পারে।

কোলেস্টেরল

আখের রস খেলে মেটাবলিক ডিসঅর্ডার ও কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ায়।

রোগের ঝুঁকি

 আখের রস খেলে অনিদ্রা, মাথা ঘোরা, পেট খারাপের সমস্যাও হতে পারে। তবে নিতান্তই খেতে চাইলে খাবার খাওয়ার ১-২ ঘণ্টা পর খান।  

মাথা ঘোরা