08 April, 2025
BY- Aajtak Bangla
দেখতে ভাল ও সস্তা হলেও এতেই লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ।
BPA, ফথ্যালেটসের মতো ক্ষতিকর কেমিক্যাল থাকে বহু বোতলে।
রোদে বা গরম গাড়িতে রাখা বোতল থেকে ক্ষতিকর কেমিক্যাল জলেতে মিশে যেতে পারে।
একই প্লাস্টিক বোতল বারবার ব্যবহার করলে জীবাণু জমে যায়, কেমিক্যালও বেরোতে পারে।
বিপিএ নামের রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করে। ক্যানসার, ডায়াবেটিস, বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়।
শিশুর শরীরে এই কেমিক্যালের প্রভাব পড়তে পারে ব্রেন ও হরমোনাল গ্রোথে।
বাড়িতে কেউ কেউ খালি মিনারেল ওয়াটারের বোতলেই জল ভরে রাখেন। এটাও বিপজ্জনক।
স্টিল, কাঁচ বা BPA-free বোতলে জল খাওয়া সবচেয়ে নিরাপদ।
প্লাস্টিকের বোতল নয়, সঠিক উপায়ে জল খেয়ে শরীর রাখুন ভালো।