BY- Aajtak Bangla
21 NOVEMBER, 2025
তামার পাত্রে জল খাওয়ার রীতি প্রাচীন যুগ থেকে চলে আসছে।
বর্তমানে বাজার চলতি ভিন্ন ধরনের, সুন্দর ডিজাইনের তামার বোতল বা পাত্র পাওয়া যায়।
প্লাস্টিক বা অন্য কোনও ধাতুর তৈরি পাত্রের পরিবর্তে তামার পাত্র ব্যবহার করলে, দূরে থাকবে যে কোনও রোগ।
যাদের কোষ্ঠকাঠিন্য, আলসার, বদহজম বা অন্যান্য পেটের সমস্যা আছে, তারা তামার পাত্রে জল খেলে উপকার পাবেন।
তামা, জলের মধ্যে লুকিয়ে থাকা ক্ষতিকারক জীবাণুগুলিকে ধ্বংস করতে পারে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
তামার পাত্রে জল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এমনকী কোলেস্টেরল বৃদ্ধি বা হৃদরোগের সমস্যাকেও দূরে রাখে।
থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন নিঃসরণ আটকাতে পারে তামা। যার ফলে এর কাজে ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়।
তামা ত্বকে বলিরেখা পরতে দেয় না। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। এটি চুলের জন্যেও অত্যন্ত উপকারী।
তামার পাত্রে জল খেলে অ্যানিমিয়ার সমস্যা কমে যায়। শরীরে শ্বেত রক্তকণিকা কমতে থাকলে, সেই সমস্যাও দূর করতে পারে তামা।
বাত বা আর্থ্রাইটিসের মতো রোগ কমে যায় তামার পাত্রে নিয়মিত জল খেলে।
তামায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি - অক্সিডেন্ট, যা ক্যান্সার বিরোধী।