BMW 2
image

23 September, 2023

BY- Aajtak Bangla

বৃদ্ধকে খুন করে তাঁর BMW নিয়ে দিঘা ট্রিপ চালকের

g110e3cfbd 1695469706

দিঘা বেড়াতে যাব। আপনার BMW-টা দেবেন? গাড়ি মালিকের কাছে আবদার করেছিল ড্রাইভার। কিন্তু শখের বিলাসবহুল গাড়ি দিতে রাজি হননি বৃদ্ধ।

murder5

অভিযোগ, সেই আক্রোশ থেকেই বৃদ্ধকে খুন করে ড্রাইভার। নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করতে গিয়ে এমনটাই জানালেন পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত গাড়ি চালক সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। 

g92a74a7f3 1695469798

খুনের পর সেই কালচে নীল বিএমডব্লিউ নিয়ে বেরিয়ে যায় সৌরভ। বন্ধুদের নিয়ে দিব্যি দিঘা বেড়াতে চলে যায় সে।

মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করছিল পুলিশ। সেই দেখেই দিঘা থেকে ফেরার সময়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গাড়িসমেত আটক করা হয় সৌরভকে। 

বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে যাবে বলে BMW গাড়ি চেয়েছিল সৌরভ। বৃদ্ধ জানান, ১৫ সেপ্টেম্বর গাড়ি দিতে রাজি তিনি। সেই মতো গত শনিবার তাঁর বাড়ি যায় সে।

কিন্তু গিয়ে দেখে সদর দরজা ভিতর থেকে বন্ধ। তাই দেখে সে পাঁচিল টপকে ভিতকে ঢুকে পরে। এরপরেই বৃদ্ধের সঙ্গে বচসা শুরু হয় সৌরভের। গাড়ি দিতে চাননি বৃদ্ধ। 

পুলিশকে জেরায় সৌরভ জানিয়েছে, বচসার সময়েই বৃদ্ধকে ধাক্কা মারে সে। তাতে বৃদ্ধর মাথায় আঘাত লাগে। তারপর শ্বাসরোধ করে বৃদ্ধকে খুন করে। 

এরপর বাড়ি থেকে গ্যারেজ ও গাড়ির চাবি নেয়। নির্বিকারভাবে গ্যারেজ খুলে গাড়ি বের করে নিয়ে চলে যায়। 

প্রথমে গাড়ি নিয়ে গিয়ে বারাসাতে নিজের বাড়ি যায়। বন্ধুদের গাড়িতে তোলে। তারপর বন্ধুদের নিয়ে দিঘা বেড়াতে চলে যায়।