BY- Aajtak Bangla

নারকেল তেলের বোতলে ফেলুন এই মশলা, কুচকুচে কালো চুল গজাবে

14 August  2024

মাথা ভর্তি কুচকুচে কালো চুল যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পড়ে যায়।

আবার স্বাভাবিক নিয়মে চুল পেকে যায়। কারও আবার মাথায় টাক পড়ে। এর জেরে চেহারায় বুড়োটে ছাপ পড়ে।

মাথায় কালো চুল ধরে রাখতে আমরা অনেক প্রসাধনী, শ্যাম্পু, তেল ব্যবহার করি। কিন্তু খুব একটা ফল পাওয়া যায় না।

বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া এই টোটকায় চুল ঘন কালো হবে। লাগবে শুধু রসুন।

বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্যের জন্য রসুন খুবই উপকারী। চুলের হাজারো সমস্যার সমাধান করে এই মশলা। . .

 রসুনে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম। যা চুলকে মজবুত রাখে। . .

রসুন বেটে তা তেলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগালে চুল পড়া বন্ধ হয়।   . .

রসুন থেঁতো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিয়ে মাথায় মাসাজ করলে চুলের গোড়া মজবুত হয়।

রসুনে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদন। যা চুলকে ভাল রাখে। চুলের স্বাস্থ্যের হাল ফেরায়।