BY- Aajtak Bangla
5 July 2025
জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম হল শুক্র। এই গ্রহের প্রভাব বাড়লে সুখ-সম্পদ লাভ হয়।
আবার শুক্রের অবস্থান মজবুত না হলে নানা বাধার মুখে পড়তে হয়।
জ্যোতিষ মতে, ঘরোয়া কিছু টোটকাতেই শুক্রের অবস্থান মজবুত হবে।
জ্যোতিষ মতে, হলুদ খুবই শুভ। হলুদের এই টোটকায় শুক্রের প্রভাব বাড়ে।
স্নানের জলে ১ চিমটে হলুদ মিশিয়ে নিতে হবে।
তারপরে হলুদ মেশানো জলে স্নান করলে চাকরিতে উন্নতি হয়।
হলুদ জলে স্নান করলে ব্যবসায় লাভবান হওয়া যায়। সব বাধা কেটে যায়।