BY- Aajtak Bangla

আইলাইনার শুকিয়ে গেলেই আর বিনে ফেলতে হবে না! এভাবে হবে নতুনের মতো 

24 MAY, 2024

কথায় বলে 'চোখ কথা বলে'। এজন্যে চোখের মেকআপও খুব জরুরি মুখের মধ্যে। 

কম বেশি সব নারী তাদের রোজকার মেকআপ সামগ্রীর মধ্যে আইলাইনার রাখেন।

তবে একটাই সমস্য়া, কিছুদিন ব্য়বহার করার পর আইলাইনার শুকিয়ে যায়।

কী করে এই সমস্য়ার সমাধান করবেন? রইল কিছু টিপস... 

বিভিন্ন ধরনের আইলাইনার পাওয়া যায় বর্তমানে বাজারে। জেল লাইনার, ক্রিম লাইনার, লিক্যুইড লাইনার , পেন্সিল লাইনার।

জেল লাইনার শুকিয়ে গেলে সেটির মধ্য়ে একটু নারকেল তেল মিশিয়ে, ৫ মিনিট রাখলেই আবার নতুনের মতো হয়ে যাবে। 

অনেকে মনে করেন লিকুউড লাইনার শুকিয়ে গেলে আর ঠিক হয় না , কিন্তু একদমই তা নয়।

লিক্যুইড লাইনার শুকিয়ে গেলে, অ্য়ালকোহল-বেসড মেকআপ রিমুভার দিয়ে একটু ঝাকালেই আবার আগের মতো হয়ে যাবে।

ক্রিম লাইনার অনেকটা জেল লাইনারের মতো। কিন্তু তার মধ্য়ে তেল দিলে রং নষ্ট হয়।

ক্রিম লাইনারে লোশন অথবা ময়েশ্চারাইজার দিয়ে মিশিয়ে নিলেই আবার আগের মতো হবে।

পেন্সিল লাইনার, শার্পনার দিয়ে কাটার পরও আগের মতো না হলে, হেয়ার ড্রায়ার চালিয়ে পেন্সিল এর থেকে খানিকটা দূরে রেখে,  ৩০ সেকেন্ড পর সরিয়ে নিন।