18 October, 2023

BY- Aajtak Bangla

পুজোয় কবে কবে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময়ে আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে না তো? সবার মনেই এখন এই প্রশ্ন।

বুধবার ফের স্পেশাল বুলেটিন প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর তাতে দুর্গোৎসবের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে। আর সেই পূর্বাভাস মোটের উপর ভালই বলা চলে।

আপডেটেড পূর্বাভাস অনুযায়ী, পুজোর সময়ে মোটামুটি রাজ্যের বেশিরভাগ অংশেই আবহাওয়া ভাল থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

২০ অক্টোবর, শুক্রবার ষষ্ঠী। মূলত সেইদিন থেকেই প্যান্ডেলে-প্যান্ডেলে ভিড় বাড়তে শুরু করবে। অন্যদিকে দশমী পড়েছে ২৪ অক্টোবর, মঙ্গলবার। 

১৮ থেকে ২০ অক্টোবর দার্জিলিং এবং কালিম্পং জেলার এক বা দুই স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে, এই সময়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই৷ 

২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে, ১৮ থেকে ২২ অক্টোবর(চতুর্থী-অষ্টমী) পর্যন্ত সমস্ত জেলায় মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। 

২৩ অক্টোবর(নবমী), পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার দুই-একটি স্থানে খুব হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া ভালই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 

২৪ অক্টোবর(দশমী), কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের(৭০-৮০%) সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।