02 Oct, 2024
BY- Aajtak Bangla
দেবীপক্ষের সূচনায় পুজো উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার কলকাতার কয়েকটি পুজোর সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলার ৩২০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।
মঙ্গলবার লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর সূচনা করলেও মুখ্যমন্ত্রী উদ্বোধন করেননি।
জানিয়েছিলেন পিতৃপক্ষ যেহেতু চলছে তাই এই সময় তিনি কোনও পুজোর উদ্বোধন করবেন না। এদিন মুখ্যমন্ত্রী প্রথম উদ্বোধন করেন হাতিবাগান সার্বজনীন পুজো।
এরপর একে একে তিনি উদ্বোধন করেন সেলিমপুর পল্লি, বাবুবাগান, ৯৫ পল্লি, যোধপুর পার্ক ও চেতলা অগ্রণীর পুজোর। এই পুজোর প্রতিমার চক্ষু দান করেন তিনি।
চেতলা অগ্রণী থেকেই তিনি জেলার পুজোগুলির উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিন দিনে জেলার ১২০০টি পুজো উদ্বোধন করবেন তিনি।
একদিকে যেমন আনন্দোৎসবের সূচনা করেছেন তেমনি বন্যা কবলিত জেলাগুলিতে যেন কারোর কোনও অসুবিধা না হয় সেই বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্যে যে সমস্ত জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জেলাগুলিতে পুজো উদ্বোধনের সময় প্রশাসন ও দলীয় নেতৃত্বকে সতর্ক থাকতে নির্দেশ দেন তিনি।
পুজো আয়োজনের ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো শুধু পুজো নয়, এর মধ্য দিয়ে মানুষ সারা বছরের জীবন–জীবিকা অর্জন করতে পারেন।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘আমার কারোর প্রতি কোনও রাগ, বিদ্বেষ বা দুঃখ কিছুই নেই।’