BY- Aajtak Bangla

পুজোর আগে দেখে নিন ৫ ধরণের জুতো, সবার থাকা উচিত

29 September, 2024

জামাকাপড় যেমনই পরুন। সঠিক জুতো না পরলে কিন্তু আপনার লুকটাই ভেস্তে যাবে।

অনেক বেশি জুতোর প্রয়োজন নেই। নির্দিষ্ট কিছু জুতোর কালেকশন থাকলেই আপনার সব লুকের সঙ্গে পরা যাবে।

আসুন জেনে নেওয়া যাক, কোন পাঁচ ধরণের জুতো, যা প্রত্যেক পুরুষের থাকা উচিত।

১. কালো স্নিকার্স- ভাল কোম্পানির কালো স্নিকার্স। জিম থেকে শুরু করে ক্যাজুয়াল ড্রেস, সবের সঙ্গেই মানিয়ে যাবে।

২. সাদা স্নিকার্স- লেদার ফিনিশের সাদা জুতো বেশ ভার্লেটাইল। নানা পোশাকের সঙ্গেই মানাবে। তবে সাফসুতরো রাখতে হবে।

৩. কালো অক্সফোর্ড শু- ইন্টারভিউ হোক বা বিয়ে, ফরমাল পোশাকের সঙ্গে সেরা এই জুতো।

৪. ব্রাউন লোফার্স- সেমি ফরমাল ড্রেস থেকে শুরু করে পাজামা-পাঞ্জাবি, সবের সঙ্গেই পরা যাবে।

৫. একটি এমন জুতো রাখুন, যেটা পাড়ায়, ক্যাজুয়ালি পরা যাবে। সেটি স্লিপার্স হতে পারে, ক্রকস হতে পারে, আবার, কিটোও হতে পারে।

এছাড়াও অবশ্যই একটি-দুইটি জুতো নিজের পছন্দ, শখের ভিত্তিতে কিনতে পারেন।