2 OCT, 2024
BY- Aajtak Bangla
পুজোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখার জন্য মেট্রো হল সবচেয়ে বড় মুশকিল আসান৷ আর বেশির ভাগ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই খুব কাছেপিঠে একাধিক বড় পুজো। উত্তর থেকে দক্ষিণে মেট্রো চেপে বড় বড় দুর্গাপুজো দেখার হদিশ দিচ্ছি আমরা।
নোয়াপাড়া - খানিক এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ।
দমদম- সিঁথি সর্বজনীন এবং ১৪ পল্লি।
বেলগাছিয়া -বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং।
শ্যামবাজার- বাগবাজার সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।
শোভাবাজার মেট্রো-শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, নবিন পল্লি, কাশী বোস লেন, নতুন দল, নলিনী সরকার স্ট্রিট৷
গিরিশ পার্ক-সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫ পল্লির পুজো।
এমজি রোড -মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্সের পুজো।
সেন্ট্রাল- সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো।
চাঁদনী চক- জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি।
রবীন্দ্র সদন-গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।
নেতাজি ভবন-পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।
যতীন দাস-ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক।
কালীঘাট-ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।
রবীন্দ্র সরোবর-সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি।
টালিগঞ্জ ও কুদঘাট- ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।
মাস্টারদা সূর্য সেন- রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন।
গীতাঞ্জলি (নাকতলা)- নাকতলা উদয়ন সঙ্ঘ।
কবি নজরুল (গড়িয়া) - নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন - পাটুলি ক্লাব।
কবি সুভাষ (নিউ গড়িয়া) - সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।