BY- Aajtak Bangla
28 SEPTEMBER 2024
পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এদিকে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল।
নিম্নচাপের জেরে এখনও আকাশের মুখ ভার। সকলের মনে একটাই প্রশ্ন, পুজোতেও কি ভাসবে বাংলা?
শুক্রবার এই প্রশ্নের উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণে, পুজোর আবহাওয়া কেমন থাকবে জেনে নিন সবিস্তারে।
হাওয়া অফিস জানিয়েছে, এবারের পুজোয় প্রতিদিন অর্থাৎ ১০- ১৩ অক্টোবর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলা ভাসবে?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান, বীরভূম, হাওড়া ও কলকাতায় ২৭ ও ২৮ তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
২৮ অক্টোবর উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ছাড়া উত্তরবঙ্গের অন্য জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা নেই।
১- ৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু জেলায়।
৫- ৯ অক্টোবর পর্যন্ত এই সময়টি দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া।
১০ -১৩ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৫ - ৯ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ।