September 11, 2023
BY- Aajtak Bangla
দুর্গাপুজো মানেই নতুন জামাকাপড়। প্রতি বছরই সেই জামাকাপড়ের ফ্যাশানে বদল আসে।
এবারের দুর্গাপুজোয় কেমন ফ্যাশান চলছে? আসুন জেনে নেওয়া যাক।
ব্যাগি জিন্স- টাইট জিন্সের দিন শেষ। লুজ বা স্ট্রেট ফিটের জিন্স চলছে এখন।
কার্গো- বাজারে এখন কার্গো খুব চলছে। একটু লুজ ফিটেড। কালো, অফ হোয়াইট, খাঁকি রঙের।
কিউবান কলার- ৮০-৯০-এর দশকের মতো ছড়ানো কলারের শার্ট আবার ট্রেন্ডিং।
ওভারসাইজড টিশার্ট- ড্রপ শোল্ডার, ঢলঢলে গ্রাফিক টিশার্ট এবারের পুজোয় চলছে।
রেট্রো টি-শার্ট- নির্ভানা, এসি-ডিসি-র মতো রেট্রো ব্র্যান্ডের স্টোন ওয়াশ টি-শার্ট এখন বেশ ট্রেন্ডিং।
লুজ ফিট শার্ট- টিশার্টের মতো শার্টও এখন ওভারসাইজড চলছে।
বড় স্নিকার্স- চাঙ্কি, বড় স্নিকার্স চলছে। রেট্রো ডিজাইনের এয়ার জর্ডন, এয়ার ফোর্স ওয়ানের মতো জুতো ব্যাগি জিনসের সঙ্গে ভাল লাগে।