12 OCT, 2024
BY- Aajtak Bangla
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে সারা বছরই বাঙালি অপেক্ষা করে থাকে দুর্গোৎসবের।
একটা পুজো কাটলে আবার পরের পুজোর অপেক্ষা। আর পুজোর দিনগুলিও কেটে যায় তাড়াতাড়ি।
বিজয়ার পরে আবার অপেক্ষা। এই অপেক্ষায় বাঙালি বাঁচে। তেমনই দুর্গাপুজোর সময় মেলে টানা ছুটি। এই সময়টা অনেকে চলে যান বাইরে বেড়াতে। কেউ কেউ আবার বাড়িতেই আনন্দ করেন।
আর একটা বড় অংশের মানুষ বেরিয়ে পড়েন।
চলুন জেনে নেওয়া যাক, ২০২৫ সালে দুর্গাপুজো কবে?
মহালয়া মানে পিতৃপক্ষের শেষ দিনটা ২১ সেপ্টেম্বর। সেটা রবিবার।
আবার পুজোর প্রথম দিন ষষ্ঠী মানে মা দুর্গার বোধন হবে ২৮ সেপ্টেম্বর।
দেবী দুর্গার বোধন, ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর, রবিবার। সপ্তমী পড়েছে ২৯ সেপ্টেম্বর (সোমবার)।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) পড়েছে অষ্টমী। নবমী পড়েছে ১ অক্টোবর (বুধবার)।
২ অক্টোবর পড়েছে দশমী (বৃহস্পতিবার)। আর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর (সোমবার)।